শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রেল ক্রসিংয়ে ১০ মিনিট দাড়িয়ে ভাইরাল এক কুকুর

রেল ক্রসিংয়ে ১০ মিনিট দাড়িয়ে ভাইরাল এক কুকুর

মানুষকে নিয়মের আওতায় আনতে মাঝে মাঝে যখন হিমশিম খেতে হয় সেখানে একটি কুকুর রেল ক্রসিং-এ নিয়ম পালন করে ১০ মিনিট অপেক্ষা করে হইচই ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

নাটোরে শহরের স্টেশন এলাকার রেলগেট থেকে ছবিটি নূরুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী তোলা ছবিতে তুলপাড় হয় নেট দুনিয়া। গত সোমবার বিকেল প্রায় ৪টার দিকে ছবিটি তোলা হয়।

নূরুল জানান, নাটোর রেলওয়ে স্টেশন প্লাটফর্মে রাজশাহী থেকে এসে থামে উত্তরা ট্রেন। এরপর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী অপর একটি ট্রেন রেলস্টেশন ছেড়ে যাবার অপেক্ষায় থাকে। এই কারণে প্রায় ১০ মিনিট রেলগেট বন্ধ থাকে।

সেই সময় আইন মেনে লোকজনের সাথে চুপচাপ দাঁড়িয়ে থাকে একটি কুকুর। কুকুরটিকে এভাবে নিয়ম মানতে দেখে তিনি বেশ কয়েকটি ছবি তোলে ফেলেন। ট্রেন রেলগেট অতিক্রম করার পর গেটম্যান বার তুলে দিলে কুকুরটি রেল লাইন পার হয়ে চলে যায়।

ফেসবুক আইডিতে ওই ছবি পোস্ট করে তিনি লিখেন, আজকে দেখলাম প্রায় ১০ মিনিট সময় নাটোর রেল ক্রসিং বন্ধ থাকায় একটি কুকুর আইন মেনে দাঁড়িয়ে আছে, ট্রেন পার হওয়ার পর নিজ গতিতে চলে গেল, যা আমরা মানতে পারি না।

ঘটনার পর থেকেই নিয়ম মানার জন্য কুকুরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের প্রশংসায় ভাসছে।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  স্থল বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান তরিকুল

সংবাদটি শেয়ার করুন