শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য আয়োজন

পর্যটনের উপযোগিতা বিশ্বময়

পর্যটনের উপযোগিতা বিশ্বময়

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ^ পর্যটন দিবসটি পালিত হয়েছে। বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডসহ বিভিন্ন সংস্থা দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এবার দিবসটির প্রতিপাদ্য ছিলো- ‘পর্যটনে নতুন ভাবনা’। পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া ছিলো এ দিবসের লক্ষ্য। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের পর্যটন উপজেলা শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। সকালে শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্য সুলতান ইদ্রিস লেদু, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা প্রমুখ। শোভাযাত্রায় অংশ নেয়, ট্যুর গাইড এন্ড ট্যুর অপারেটর কমিউনিটি অব মৌলভীবাজার, শ্রীমঙ্গল হোটেল রিসোর্ট ওনার্স এসোসিয়েশন, শ্রীমঙ্গল থানা হোটেল রেস্টুরেন্ট মালিক সমিতি, ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোন,  শ্রীমঙ্গল থানা শাখার ভানুগাছ রোড সিএনজি গ্রুপ কমিটি।

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : ‘পর্যটনে নতুন ভাবনা’ প্রতিপাদ্যে গাজীপুরের পালিত হলো বিশ্ব পর্যটন দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম শোভন, কৃষি কর্মকর্তা কৃষিবীদ ফারজানা তাসলিম প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তরা পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া কথা বলেন। এছাড়াও জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর দিবসটি পালন করা হচ্ছে বলেন জানান বক্তারা।

আরও পড়ুনঃ  বঙ্গবন্ধু সেতুতে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড

জয়পুরহাট প্রতিনিধি : বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জয়পুরহাটে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের  উপ-পরিচালক আনোয়ার পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা প্রমুখ।

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে শহীদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালন ও আলোচনা সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ শাখা সহকারী কমিশনার রাশেদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাক জেলা সমন্বয় মো. রেইস উদ্দিন, হোটেল জলিল প্রতিনিধি মো. শাহিনুর রহমান রনি,ধানসিঁড়ি দই ঘর প্রতিনিধি মো. আব্দুল আলম প্রমুখ।

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালিটি পরিষদ চত্ত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদের চত্তরে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, পিআইও এনামুল হাসান, নির্বাচন অফিসার জিকরুল হকসহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন