শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
চেক জালিয়াতি--

আমানত মেরিন ওয়ার্কসের পরিচালক গ্রেপ্তার

আমানত মেরিন ওয়ার্কসের পরিচালক গ্রেপ্তার

চেক জালিয়াতির মামলায় আমানত মেরিন ওয়ার্কস লিমিটেডের পরিচালক হাসান মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় তাকে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার শেষে তাকে তেজগাঁও থানায় নিয়ে আসা হয়। হাসান মাহমুদ, আমানত মেরিন ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহমুদুল ইসলাম চৌধুরীর ভাই।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, হাসান মাহমুদ আমানত মেরিন ওয়ার্কস লিমিটেডের নামে বাংলাদেশ ফাইন্যান্স থেকে ২৭ কোটি টাকা  ঋণ নিয়ে পরিশোধ না করায় বাংলাদেশ ফাইন্যান্স মামলা দায়ের করে। ওই মামলায় আইনী প্রক্রিয়া শেষে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সের প্রধান আইনজীবী ব্যারিস্টার ইব্রাহিম খালিল জানান, গত দুই বছরে হাসান মাহমুদ বাংলাদেশ ফাইন্যান্স থেকে নেওয়া ২৭ কোটি টাকার একটি টাকাও পরিশোধ না করায় তার বিরুদ্ধে আমরা চেক জালিয়াতি মামলা করি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও তার বিরুদ্ধে চেক জালিয়াতির আরো ছয়টি মামলা বিভিন্ন কোর্টে চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  মোদির বার্তা পৌঁছে দিলেন শেখ হাসিনাকে

সংবাদটি শেয়ার করুন