রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ৭ খুনে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ

খাগড়াছড়িতে ৭ খুনে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ

খাগড়াছড়ির স্বনির্ভর বাজার-পেরাছড়ায় ছাত্র নেতা তপন, এল্টন চাকমা ও যুব নেতা পলাশ চাকমাসহ ৭ জনকে খুনের সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন-এর খাগড়াছড়ি জেলা শাখা। স্বনির্ভর হত্যাকাণ্ডের ৪ বছর উপলক্ষে এ বিক্ষোভের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টার সময় খাগড়াছড়ির সদরের নারাঙহিয়ে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা পরিষদ হয়ে স্বনির্ভরবাজারে এসে অমর বিকাশ চাকমা সড়কে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) জেলা সভাপতি নরেশ ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরারের জেলা কমিটির সাধারণ সম্পাদক শুভ চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের জেলা কমিটির আহ্বায়ক এন্টি চাকমা।

বক্তারা বলেন, পাহাড়ে নিপীড়নের মাত্রাকে অধিক থেকে অধিকতর করতে দালাল-সুবিধাবাদীদের দিয়ে মুখোশ বাহিনী সৃষ্টি করে ন্যায্য আন্দোলনকে দমানোর লক্ষ্যে স্বনির্ভর বাজারের নৃশংসক হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছিল। খুন-গুম করে যদি আন্দোলন দমানো যেত তাহলে ২০১৮ সালের ১৮ আগস্টের সন্ত্রাসী হামলার পর ছাত্রসমাজ হাত গুটিয়ে বসে থাকতো। ছাত্র-যুব নেতাদের রক্তে প্রতিবাদী চেতনার বীজ থাকার ফলে শত অন্যায়-অত্যাচার, দমন-পীড়নের পরও ছাত্র-যুবসমাজ রাজপথে থেকে ন্যায়সঙ্গত আন্দোলন চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ  দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে পরিকল্পনার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

সংবাদটি শেয়ার করুন