রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কুয়াকাটায় বন্ধ খাবার হোটেল পর্যটকদের ভোগান্তি চরমে

কুয়াকাটায় বন্ধ খাবার হোটেল পর্যটকদের ভোগান্তি চরমে

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ঘন ঘন ভ্রাম্যমাণ আদালতের নামে হয়রানির অভিযোগে ধর্মঘট পালন করছে খাবার হোটেল মালিকরা। গতকাল বুধবার সকাল থেকে সকল খাবার হোটেল বন্ধ রেখে অনির্দিষ্ট কালের জন্য তারা এ কর্মসূচি পালন শুরু করে। এতে চরম ভোগান্তিতে পড়েছে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকরা। খাবার খাওয়ার জন্য অনেকে চার কিলোমিটার দুরে মহিপুর ও আলিপুরে গিয়ে খাবার খাচ্ছেন।

গোপালগঞ্জ থেকে আসা পর্যটক মাজহারুল ইসলাম জানান, তারা ১১ জন বন্ধু কুয়াকাটায় ঘুরতে এসেছেন। তবে সেই ভোররাতে গাড়ি থেকে নেমে দুপুর পর্যন্ত ভাত খেতে পারেননি। পর্যটক আব্দুর রহিম মিয়া জানান, পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটায় বেড়াতে এসেছি। খাবারের দোকানপাট বন্ধ থাকায় ছোট বাচ্চাদের নিয়ে চরম ভোগান্তিতে পড়েছি।

কুয়াকাটা খাবার হোটেল-রেস্তোরা মালিক সমিতির সভাপতি সেলিম মিয়া জানান, গত দুই বছর করোনার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে হোটেল মালিকরা। তারপর একের এক ভ্রাম্যমাণ আদালতের নামে হয়রানি করায় আমরা অনেকটা নিঃস্ব হয়ে পড়েছি। তাই প্রশাসনের কাছ থেকে ভালো কোনো ফলাফল না পাওয়ার আগ পর্যন্ত আমাদের সকল হোটেল বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ  দক্ষিণে খুলছে আরেক দুয়ার

সংবাদটি শেয়ার করুন