শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বক্তব্য ‘টুইস্ট’ করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

বক্তব্য ‘টুইস্ট’ করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

‘বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় আমরা বেহেশতে আছি’ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের এই মন্তব্য গত শুক্রবার সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দেশে-বিদেশে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। এই মন্তব্যের এক দিন পর গতকাল শনিবার দুপুরে সিলেট জেলা পরিষদ আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ মন্তব্যের ব্যাখ্যা দেন তিনি। ক্ষোভ ঝাড়েন সাংবাদিকদের ওপরও।

আব্দুল মোমেন বলেন, ‘বেহেশতের কথা আমি বলেছি, কম্পারেটিভ টু আদার কান্ট্রি। আপনারা সব জায়গায় লিখেছেন “বেহেশত বলেছেন”, মানে বক্তব্য টুইস্ট করা হয়েছে। বলেন নাই যে আমাদের মূল্যস্ফীতি অন্য দেশের তুলনায় কম। ইংল্যান্ডে মুদ্রাস্ফীতি ১২ ভাগ, টার্কিতে ৬৭, পাকিস্তানে ৩৭, শ্রীলঙ্কায় ১৫০ আর আমাদের ৭ ভাগ। সেই দিক দিয়ে আমরা ভালো আছি।’

সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি বলেছি, অন্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি। তাদের তুলনায় আমরা বেহেশতে আছি, এই কথা বলেছিলাম। কিন্তু আপনারা এক্কেবারে উল্টা।’

এ সময় বাংলাদেশ-ভারতের যৌথ নদীগুলো খননের ব্যাপারে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগে যৌথ নদী কমিশনের সভায় ছয়টি নদীর বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। প্রধানমন্ত্রী আগামী মাসের শুরুতে ভারত সফরে যাবেন। ওই সফরের আগে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বহুল প্রতীক্ষিত সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় সিলেট অঞ্চলের কুশিয়ারা নদী নিয়ে অগ্রগতি হতে পারে।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  কুমিল্লায় পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে চলছে ব্যবসা-বাণিজ্য

সংবাদটি শেয়ার করুন