শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢালচরের মোহনায় ট্রলার ডুবিতে নিখোঁজ ৮ জেলের সন্ধান মেলেনি 

ঢালচরের মোহনায় ট্রলার ডুবিতে নিখোঁজ ৮ জেলের সন্ধান মেলেনি 

ভোলার চরফ্যাসনের ঢালচরের বঙ্গোপসাগর মোহনায় ঝড়ের কবলে পড়ে ১৩ মাঝি মাল্লা নিয়ে মাছ ধরা ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৮ জেলের সন্ধান মেলেনি। দূর্ঘটনার পরপরই সাগরে থাকা নোয়াখালীর হাতিয়া ঘাটের অপর ট্রলার জেলেরা ৫ জেলেকে জীবিত উদ্ধার করলেও গতকাল বৃহস্পতিবার  বিকালে এ সংবাদ লেখা পর্যন্ত ৮ জেলে নিখোঁজ রয়েছেন বলে চরমানিকা কোষ্টগার্ড তরফ থেকে জানানো হয়েছে। ঘাটের জেলেদের অভিযোগ, দূর্ঘটনার পর নিখোঁজ জেলেদের উদ্ধারে মৎস্য বিভাগের কোন কর্তকর্তাদের উদ্ধার অভিযানে দেখা যায়নি। তবে মৎস্য বিভাগের দাবী নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য চরমানিকা জোনের কোষ্টগার্ডকে অবগত করা হয়েছে। মঙ্গলবার রাত ৮ টায় ঢালচরের দক্ষিণে পায়রা বন্দর অদুরের সাগর মোহনায় এ ট্রলার ডুবির দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হলেন, আবদুল মান্নান, রাসেল, আবদুর রহমান, নজরুল ইসলাম, তছলিম, ইসমাইল, জুয়েল ও হারুন। নিখোঁজ জেলেরা চরফ্যাসন উপজেলার ঢালচর ও দক্ষিণ আইচা থানার বিভিন্ন গ্রামের বাসিন্ধা বলে জানাগেছে।

উদ্ধার হওয়া জেলে রাসেল জানান, ঘটনার দিন মঙ্গলবার বিকালে ঢালচর ঘাটের ইউসুব মাঝির মাছ ধরা ট্রলার ১৩ জন মাঝি মাল্লা নিয়ে গভীর সমুদ্রে ইলিশ শিকারে যান। জাল পেতে অপেক্ষায় ছিলেন তারা। হঠাৎ ঝড় শুরু হলে জাল

টেনে তীরে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে সাগর উত্তাল ঢেউয়ের তোড়ে ট্রলাটি ডুবে যায়। দূর্ঘটনার পরপর সাগরে থাকা অপর একটি ট্রলারের জেলেরা বৈরি আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় নিমজ্জিত ট্রলারটি ও জেলেদের উদ্ধারের

চেষ্টায় ব্যর্থ হন। পরে নোয়াখালীর হাতিয়ার একটি মাছধরা ট্রলার তাদেরকে রশি ধরে সাগরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে মহিপুর ঘাটে

আরও পড়ুনঃ  ‘বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি’

নিয়ে যান। প্রবল স্রোতের তোড়ে নিমজ্জিত ট্রলারসহ অপর ৮ জেলে সাগরে ভেসে গেছেন বলে তিনি জানান।কোস্টগার্ড কন্টেজেন্ট কমান্ডার অলিউল্লাহ জানান, নিখোঁজ জেলে ও ট্রলারটি উদ্ধারের চেষ্টা অব্যহত রয়েছে। তবে বৈরি আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে।সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, দূর্ঘটনার পরপরই

নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য চরমানিকা জোনের কোষ্টগার্ডকে অবগত করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মো. আল নোমান জানান, কোস্টগার্ডের একটি টিম উদ্ধার অভিযানে রয়েছে। পাশাপাশি ঢালচর মৎস্য ঘাটের স্থানীয় দুটি ট্রলারও নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযানে রয়েছে।

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন