শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাগরে জেলের জালে ‘সেইল ফিশ’

সাগরে জেলের জালে ‘সেইল ফিশ’

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে সেইল ফিশ। স্থানীয় জেলেরা এ মাছকে পাখি মাছ নামে চিনলেও মৎস্য অফিস এ মাছকে সেইল ফিশ বলেছেন। গত মঙ্গলবার বিকেলে কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্যবন্দরে ৪টি পাখি মাছ বা সেইল ফিশ বিক্রী হয়েছে ১৩ হাজার টাকায়।

গত মঙ্গলবার বিকেলে আবু কালাম আকন নামের এক জেলে সমুদ্রে এ মাছ শিকারের পর আলীপুর মৎস্য বন্দরে বিক্রীর জন্য নিয়ে আসেন। পরে বন্দরের আল-আমীন নামের এক আড়ৎদার মাছগুলো ১৩ হাজার টাকা কিনে রাখেন। এসময় অনেকে মাছগুলো এক নজর দেখতে ভিড় করেন। আড়ৎদার আল-আমিন জানান, এই মাছগুলো বেশ দ্রুত গতি সম্পন্ন,  তাই অনেকে এটিকে পাখি মাছ নামে চেনে।  এই মৌসুমে এ মাছগুলো জেলেদের জালে ধরা পড়ে। এ মাছ খেতে বেশ সুস্বাদু হওয়ায় এর চাহিদা অনেক। এ মাছ চারটি তিনি ১৩ হাজার টাকায় কিনে ঢাকায় বেশী দামে বিক্রীর জন্য পাঠিয়েছেন বলে জানান।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য র্কমর্কতা অপু সাহা জানান, মাছগুলো খেতে বশে সুস্বাদু হওয়ার দেশের বাইরে এ মাছের বেশ চাহিদা রয়েছে। এর নাম সেইল ফিশ।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  সেপ্টেম্বরের ১ তারিখ থেকে আগের ভাড়ায় ফিরবে গণপরিবহন

সংবাদটি শেয়ার করুন