শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন দণ্ড

স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন দণ্ড

জয়পুরহাটের কালাই উপজেলার ধাপ কাথাইল গ্রামে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্েেডর আদেশ দিয়েছেন।

সাজাপ্রাপ্ত হলেন জয়পুরহাট কালাই উপজেলার ধাপ কাথাইল আবুল কালামের ছেলে   নাজিম উদ্দীন ওরফে করিম (৩২) বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌসলি অ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি)।

মামলা সূত্রে জানা যায়, কালাই উপজেলার ধাপ কাথাইল গ্রামে ২০১৫ সালের ৬ মে সকালে নাজিম উদ্দীন প্রচার করেন তার স্ত্রী রওশন আরাকে (২৮) ডাকাতরা খুন করেছে। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন সেখানে গিয়ে জানতে পারেন স্বামী তার স্ত্রীকে খুন করেছেন। ওই ঘটনায় নিহতের দাদা ইসমাইল হোসেন বাদী হয়ে ওই দিনই কালাই থানায় একজনকে আসামী করে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক কার্য শেষে  ১২ জন স্বাক্ষীর স্বাক্ষ্য নিয়ে আদালত আজ এ রায় ঘোষনা করেন।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ৩৭শ কোটি টাকা লুটপাটকারীদের বিষয়ে ব্যবস্থা সম্পর্কে জানতে চান হাইকোর্ট

সংবাদটি শেয়ার করুন