ঢাকা | বৃহস্পতিবার
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বালু উত্তোলনের সরঞ্জামাদি জব্দ

বালু উত্তোলনের সরঞ্জামাদি জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে প্রশাসন। গতকাল রোববার বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশে ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুনের তত্বাবধানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দিপ তালুকদার অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত শ্রীমঙ্গল উপজেলার ভুবীর ইউনিয়নের ইসলামপাড়ায় অভিযানে নামে। এসময়  বালু তোলার স্থান থেকে বালু তোলার কাজে ব্যবহৃত ১টি শ্যালো মেশিন, ১টি পাম্প, ১০০০ হাজার ফুট পিভিসি পাইপ জব্দ করে। পরে জব্দকৃত মালামাল আদালতের নির্দেশে বিনষ্ট করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দিপ তালুকদার জানান,  এ স্থানে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ইতোপূর্বে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত) বিচার) আইন, ২০০২ এ মামলা দায়ের করা হয়েছে, যা এখনো আদালতে চলমান রয়েছে। শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন