শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশ পুনর্গঠনে সহযোগিতা করেছেন বঙ্গমাতা

দেশ পুনর্গঠনে সহযোগিতা করেছেন বঙ্গমাতা

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল, হংকং।

কনসাল জেনারেল, কর্মকর্তা ও কর্মচারী, বাংলাদেশ আওয়ামী লীগ, হংকং শাখার নেতৃবৃন্দ, বাংলাদেশ এসোসিয়েশন অব হংকং এর নির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ হংকংস্থ বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

সঞ্চালনায় ছিলেন ভাইস কনসাল মোঃ মারজুক ইসলাম। কনসাল জেনারেল, মিজ্ ইসরাত আরা বঙ্গমাতার সংগ্রামী জীবন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদান, বঙ্গবন্ধু কারাগারে থাকাকালীন সময়ে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দিক-নির্দেশনা প্রদানে তাঁর অসামান্য অবদান সম্পর্কে আলোকপাত করেন।

বলেন, প্রতিটি আন্দোলনে, প্রতিটি সংকটময় মূহুর্তে তিনি বঙ্গবন্ধুকে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছেন। স্বাধীনতার পর তিনি বঙ্গবন্ধুকে দেশ পুনর্গঠনে সহযোগিতার পাশাপাশি বীরাঙ্গনাদের সামাজিক মর্যাদাসম্পন্ন জীবনদানে রেখেছেন অপরিসীম ভূমিকা।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  মানবসেবার স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছে কাপ্তাই স্বপ্নচূড়া ফাউন্ডেশন

সংবাদটি শেয়ার করুন