রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

কাল বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমবে

আগামীকাল বৃহস্পতিবার এবং পরের দিন শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আরও কমবে তাপমাত্রা।

এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর এই সময়ে তাপমাত্রা সামান্য বাড়লেও পরে আরও কমে যাবে বলে জানিয়েছে দপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমল হক এ প্রসঙ্গে বলেন, কুষ্টিয়া ও টাঙ্গাইল অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে।

তিনি বলেন, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিকালীন সময়ে আকাশে মেঘ থাকবে। বৃষ্টিপাত কেটে যাওয়ার পরে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি কমে যেতে পারে এবং চলমান শৈত্যপ্রবাহ আরও বেশি অঞ্চলজুড়ে অব্যাহত থাকতে পারে।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে স্কুলছাত্রী নিহত

সংবাদটি শেয়ার করুন