দেশের ও আন্তর্জাতিক পর্যায়ের প্রথম ডিজিটাল আদম শুমারি তথা (বাংলাদেশের) ৬ষ্ঠ জনশুনামারি ও গৃহগণনার প্রাথমিক প্রতিবেদন আগামীকাল বুধবার প্রকাশিত হচ্ছে। ১৩ হতে ২১ জুন ২০২২ সালে সপ্তাহব্যাপী শুমারিটি অনুষ্ঠিত হয়। তবে সিলেটে বন্যা হওয়ার কারণে ২৮ জুন পর্যন্ত সে অঞ্চলে সময় বৃদ্ধি করা হয়েছিল। এতে প্রতিটি ব্যক্তিকে ৩৬টির প্রশ্নের তথ্য দিতে হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএস এর পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থা বিভাগের শুমারিটি পরিচালনা করেন।
বুধবার বেলা ১১টায় রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহান হোসেন এমপি, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস।
বিবিএসের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন স্বাগত বক্তব্য রাখনে। ধন্যবাদ জ্ঞাপন করবেন বিবিএসের মহাপরিচালক মো. তাজুল ইসলাম। শুমারিটির প্রকল্প পরিচালক ছিলেন দিলদার হোসেন।
আনন্দবাজার/টি এস পি