শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশি গরুর চাহিদা বেশি

দেশি গরুর চাহিদা বেশি

ঈদুল আজহাকে ঘিরে বগুড়ার সান্তাহার রাঁধাকান্ত পশুর হাট জমে উঠেছে। এবছর ঐহিহ্যবাহী এই হাটে প্রাধান্য পাচ্ছে স্থানীয় খামারের পালিত গরু। শনিবার-মঙ্গলবার বসে হাটটি। সান্তাহার রাঁধাকান্ত হাটে মঙ্গলবার গিয়ে দেখা গেছে, ব্যাপক হারে কোরবানির পশু উঠেছে। ক্রেতা-বিক্রেতাদের জন্য রয়েছে নিরাপত্তার ব্যবস্থা। এ হাটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কথা শোনা যায়নি। তাই এ হাটে বরাবরই স্বস্তি বোধ করেন ক্রেতা-বিক্রেতারা।

এ বছর রাঁধাকান্ত হাটে পশুর দাম নাগালের মধ্যে থাকায় বিক্রেতা ও ক্রেতা উভয়েই খুশি। হাট ঘুরে দেখা গেছে বিক্রেতাদের চাহিদা মোতাবেক অনেক ক্রেতা পশু কিনছেন। ক্রেতারা বলছেন, এবারে পশুর দাম যেভাবে চাওয়া হচ্ছে তাতে পশু কিনতে দামের খুব একটা কমবেশি হচ্ছে না।

ক্রেতাদের মতে ঈদের বাকি আর মাত্র ৪ দিন। ঈদের আগে শনিবার আরো একটি হাট বসবে। তাই অনেকেই ঝামেলা এড়াতে আগেভাগে পশু কিন রাখতে নারাজ। তবে ক্রেতা ও বিক্রেতা উভয়েই বলছেন, আগামী সপ্তাহে হাটে গরুর আমদানি বাড়বে। আর তখন ক্রেতারা আরো পশু কেনবেন। হাটে এখন পর্যন্ত ভারতীয় গরু চোখে পরেনি বলে জানান গরু ব্যবসায়ীরা।

সান্তাহার রাঁধাকান্ত হাট ইজারাদার দিলদার আলম জুয়েল জানান, ক্রেতাদের চাহিদার মধ্যে খামারে বা বাড়িতে পোষা গরুই হাটে প্রাধান্য পাচ্ছে। পশু আমদানির ওপর দাম নির্ভর করলেও এ বছর সব ধরনের পশুর দাম তুলনামূলক কম।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বিশ্বকাপের আগে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

সংবাদটি শেয়ার করুন