শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

হাটে বাড়ছে কোরবানির পশুর ক্রেতা

হাটে বাড়ছে কোরবানির পশুর ক্রেতা
  • শশীভূষণ হাটে উঠছে গরু-ছাগল

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে চরফ্যাশনে কোরবানির পশুর হাটগুলোতে ক্রেতা বিক্রেতার ভিড় বাড়তে শুরু করেছে। গতকাল রবিবার উপজেলার শশীভূষণ বাজারের কোরবানির পশুর হাটে সরেজমিনে গিয়ে দেখা যায় এমন চিত্র।

প্রতি বছরের ন্যায় এবারও অনেকেই আগে থেকে কোরবানির পশু ক্রয় করতে হাটে এসে ভিড় জমাচ্ছেন। তারা ধারণা করছেন সামনের আগামী হাটগুলোতে কোরবানির পশুর দাম বৃদ্ধি পেতে পারে, তাই ক্রয় ক্ষমতার মধ্যে অনেকেই কোরবানির পশু ক্রয় করতে ব্যস্ত হয়ে উঠেছেন।  গরু  বিক্রেতারা ন্যায্যমূল্যের চেয়ে দাম অনেক বেশি চাওয়ায় কোরবানির পশু কিনতে হিমশিম খাচ্ছে ক্রেতারা। তবে, বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এ বছর গো-খাদ্যের দাম বেশি হওয়ার কারণে গরুর দাম একটু বেশি।

শশীভূষণের এ কুরবানীর পশুর হাটে থানা পার্শ্ববর্তী ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষ আসেন গরু-ছাগল কেনাবেচার জন্য। এখন পর্যন্ত ভারতীয় কোনো গরু এ হাটে না আসার কারণে কিছুটা ভালো দামে বিক্রয় করতে পারছেন বলে জানান বিক্রেতারা।

সামনের হাটগুলোতে আরও বেশি দামে কোরবানীর পশু বিক্রয় করতে পারবেন বলে তারা আশাবাদী। এ বিষয়ে গরুর হাট  ইজারাদার  কামাল মিয়া বলেন, সুষ্ঠু পরিবেশে এ হাটে ক্রেতা বিক্রেতারা গরু ছাগল বেচেকেনা করছেন। এখানে কোন বিশৃংখলা নেই।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  রাজশাহীতে বহরমপুর এলাকায় বাড়ী ভেঙ্গে জমি দখলের অভিযোগ

সংবাদটি শেয়ার করুন