শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্র্যাকিং ডিভাইসসহ লজ্জাবতী বানর অবমুক্ত

ট্র্যাকিং ডিভাইসসহ লজ্জাবতী বানর অবমুক্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত ৫টি লজ্জাবতী বানর ট্র্যাকিং ডিভাইস সহ অবমুক্ত করণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার বিকেলে প্লাম্পলরিস ই.ভি. এর আয়োজনে কমলগঞ্জের হিড বাংলাদেশ সম্মেলন কক্ষে  প্লাম্পলরিস ই.ভি এর প্রকল্প পরিচালক হাসান আল রাজীর উপস্থাপনায় অবমুক্ত করণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র, আইইউসিএন এর সিনিয়র প্রোগাম অফিসার এবিএম সারোয়ার আলম প্রমুখ।

দেশের বিভিন্ন স্থান থেকে ৫টি লজ্জাবতী বানর উদ্ধার করে লাউয়াছড়ার জানকীছড়া বন্য প্রাণী রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। পর্যায়ক্রমে ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে অবমুক্ত করা হবে বলে জানা যায়।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ঈদের আগে কেনাকাটার সুযোগ করে দেয়া হবে : প্রধানমন্ত্রী

সংবাদটি শেয়ার করুন