শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের আগে ১০ দিন দোকান রাত ১০টা পর্যন্ত খোলা

পচনশীল পণ্য এবং ওষুধের দোকান ছাড়া সারা দেশে সব ধরনের দোকানপাট রাত ৮টার পর বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছিল গত সোমবার। বিদ্যুৎ ও গ্যাস সাশ্রয়ে রাত ৮টার পর এখন দোকান বন্ধ রাখা হলেও ব্যবসায়ীদের দাবির মুখে তাতে ছাড় দিয়েছে সরকার।

আজ বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে জনসাধারণের সুবিধায় সরকার বিশেষ অবস্থা বিবেচনায় আগামী ১ জুলাই থেকে ১০ জুলাই দোকানপাট, মার্কেট, বিপণি বিতান বন্ধের সময় সাময়িক পরিবর্তন করে রাত ৮টার পরিবর্তে রাত ১০টা করেছে।

যার অর্থ হলো, ১০ জুলাইয়ের পর আগের মতোই রাত ৮টার মধ্যে সব দোকানপাট বন্ধ করতে হবে।

গ্যাস ও বিদ্যুতের সাশ্রয়ের উদ্দেশ্যে শ্রম আইন অনুযায়ী গত সোমবার থেকে সারাদেশে রাত ৮টার মধ্যে দোকানপাট, মার্কেট ও বিপণি বিতান বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় শ্রম মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছিল। তারপর ব্যবসায়ীদের পক্ষ থেকে ঈদ উপলক্ষে বিপণি বিতানগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি তোলা হয়।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  যুদ্ধের প্রভাব পড়বে না রূপপুরে

সংবাদটি শেয়ার করুন