শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতিসংঘের নতুন স্থায়ী প্রতিনিধি মুহিত

জাতিসংঘের নতুন স্থায়ী প্রতিনিধি মুহিত

সরকার মোহাম্মদ আবদুল মুহিতকে জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি রাবাব ফাতিমার স্থলাভিষিক্ত হবেন। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১তম ব্যাচের কর্মকর্তা আবদুল মুহিত বর্তমানে অস্ট্রিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি ডেনমার্কের রাষ্ট্রদূত ছিলেন।

আবদুল মুহিত তার দীর্ঘ কর্মজীবনে রোম, কুয়েত, দোহা, ওয়াশিংটন ডিসি এবং নিউইয়র্কে জাতিসংঘে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী আবদুল মুহিত কুয়েত বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষার ওপরে ডিপ্লোমা করেছেন।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  পোকাধরা চাল বিতরণকারী কর্মকর্তাকে অব্যাহতি

সংবাদটি শেয়ার করুন