শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
করোনাভাইরাস

চট্টগ্রামে বাড়ছে সংক্রমণ, শনাক্তের হার ১১ দশমিক ৫৬

চট্টগ্রামে বাড়ছে সংক্রমণ, শনাক্তের হার ১১ দশমিক ৫৬

চট্টগ্রামে গত একদিনে নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময় চট্টগ্রামে করোনায় কেউ মারা যাননি। নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ১১ দশমিক ৫৬। গতকাল সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে চট্টগ্রামে করোনা শনাক্ত ছিল ৫ শতাংশ। পরে শনাক্ত কমতে কমতে ১ শতাংশের নিচে নেমে এসেছিল। কিন্তু এখন তা আবার বাড়ছে।

সবশেষ একদিনে জেলায় ২৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৩০ জনই নগরীর বাসিন্দা। বাকি একজন উপজেলার বাসিন্দা। আগের একদিনে চট্টগ্রামে ৩২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৬৯।

চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৭৭০। মোট মারা গেছেন ১ হাজার ৩৬২ জন। চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল চট্টগ্রামে করোনায় প্রথম কারও মৃত্যু হয়।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  চামড়ার অস্বাভাবিক দরপতনের তদন্ত চেয়ে রিট

সংবাদটি শেয়ার করুন