অতিমাত্রায় বৃষ্টি হলে রাজধানী ঢাকাও প্লাবিত হতে পারে বলে মন্তব্য করেছেন, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। আজ রবিবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সভার আগে এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, বন্যা কোন পর্যায়ে যেতে পারে, তার কোনো পূর্বাভাস কোনো প্রতিষ্ঠান থেকে আমরা পাইনি। তবে আশঙ্কা করা হচ্ছে, অতিমাত্রায় উঁচু অঞ্চল থেকে পানি প্রবাহিত এবং অনেক বেশি বৃষ্টি হলে ঢাকাও প্লাবিত হয়ে যেতে পারে।
তিনি আরও বলেন, ঢাকার খালগুলো দখলমুক্ত করা হয়েছে। সিটি করপোরেশনে নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলো বেশিরভাগই নিম্নাঞ্চলে। সেখানে অবকাঠামোগত সমস্যা আছে, যা নিরসনে চার হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ দিয়ে একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মাঝে-মধ্যে আমরা কখনো কখনো দুর্যোগ মোকাবেলা করি। এবারও আমাদের কিছু কিছু অঞ্চল জলাবদ্ধ হয়েছে।
আনন্দবাজার/টি এস পি