শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিএম ডিপোর আগুনের ঘটনায় মামলা, আসামি ৮

বিএম ডিপোর আগুনের ঘটনায় মামলা, আসামি ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের হতাহতের ঘটনায় অবহেলার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বাদি হয়ে মামলাটি করেন। মামলায় আট জনকে আসামি করা হয়েছে।

গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি বলেন, ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণ উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আটজনকে আসামি করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলার তদন্ত কাজ শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। প্রসঙ্গত, গত ৪ জুন রাত ৯টার দিকে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। সংশ্লিষ্টরা জানান, রাতে একটি কনটেইনারে আগুন লাগে। পরে সেটি বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। এ দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ ৪৪ জন মারা গেছেন। আহত হয়েছেন ফায়ার সার্ভিস, পুলিশ, ডিপোর কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকসহ দুই শতাধিক। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম-৭ : চতুর্থবার এমপি হলেন হাছান মাহমুদ

সংবাদটি শেয়ার করুন