শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

অটিস্টিক বাচ্চাদের সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

অটিস্টিক বাচ্চাদের সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

বাংলাদেশ অটিজম স্পোর্টস ক্লাব ও বাংলাদেশ সাতার ফেডারেশনের যৌথ উদ্যোগে অটিস্টিক শিশুদের শারীরিক সুস্থতার লক্ষ্যে তাদের নিয়মিত সাতার প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ লক্ষ্যে “সঙ্গে আছি ফাউন্ডেশন” এর সহযোগি সংগঠন “বাংলাদেশ অটিজম স্পোর্টস ক্লাব” ও বাংলাদেশ সাতার ফেডারেশনের যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টায় আইভি রহমান সুইমিং কমপ্লেক্সে অটিস্টিক শিশুদের সাতার প্রশিক্ষন উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বিশেষ অতিথি ছিলেন বিডিবিএল এর ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও জনাব কাজী আলমগীর।

সঙ্গে আছি ফাউন্ডেশন এর উপদেষ্টা পরিষদ এর চেয়ারম্যান কাজী মোর্শেদ হোসেন কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সঙ্গে আছি ফাউন্ডেশন এর গভর্নিং বোর্ড এর চেয়ারম্যান ড. আবু নাসের রাজিব, গভর্নিং বোর্ড সদস্য কাজী আজিজুল ইসলাম, বাংলাদেশ অটিজম স্পোর্টস ক্লাব এর প্রতিষ্ঠাতা মোজাম্মেল হক চঞ্চল, সঙ্গে আছি ফাউন্ডেশন এর সহ প্রতিষ্ঠাতা আহমেদ শামসুদ্দিন পারভেজ এবং বাংলাদেশ অটিজম স্পোর্টস ক্লাব  এর সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন খান।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজের ভেন্যু পরির্বতন

সংবাদটি শেয়ার করুন