শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সুবর্ণজয়ন্তী

বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সুবর্ণজয়ন্তী

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৫০ বছর সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে পায়রা উড়িয়ে দিনটি উদযাপন করা হয়। গতকাল মঙ্গলবার সকালে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৫০ বছর সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় কর্মকর্তা-কর্মচারিদের মাঝে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সরবরাহকৃত নতুন পোশাক পরিধান ও মিষ্টি বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, বড়পুুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এস. এম. ওয়াজেদ আলী সরদার, ব্যবস্থাপক (সংরক্ষণ/ম্যানেজার ৩য় ইউনিট) আব্দুল্লাহ্্ আল মাহমুদ, ব্যবস্থাপক (সংরক্ষন/১-২ ইউনিট) আলমগীর মাহফুজুর রহমান, ব্যবস্থাপক (অপারেশন ১ ও ২ ইউনিট) কৃষ্ণপদ সরকার, নির্বাহী প্রকৌশলী (সিভিল) হাসান জামান ও নির্বাহী প্রকৌশলী (বয়লার) মো. কামরুজ্জামান। ৫০ বছরের পথচলার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশ নেন তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও চীনা প্রকৌশলীরা।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ভৈরবে ট্রেনের সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা

সংবাদটি শেয়ার করুন