শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

জলাবদ্ধতায় কক্সবাজার শহরে দুর্ভোগ

জলাবদ্ধতায় কক্সবাজার শহরে দুর্ভোগ

আধা ঘণ্টার বৃষ্টি

আধাঘণ্টার মাঝারি বৃষ্টিতে কক্সবাজার শহরের প্রধান সড়ক, বেশ কয়েকটি উপ-সড়ক পানিতে নিমজ্জিত হয়ে যায়। এতে পানিবন্দি হয়ে পড়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান। বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে তীব্র ভোগান্তি ও দুর্ভোগে পড়ে শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা।

গতকাল মঙ্গলবার সকাল ১১টায় শুরু হয় মাঝারি বৃষ্টিপাত। যা ২০ মিনিট স্থায়ী হয়। এ বৃষ্টিতে কক্সবাজার শহরের প্রধান সড়কের বাজারঘাটা, গোলদিঘীর পাড়, বৌদ্ধমন্দির এলাকাজুড়ে তৈরী হয় জলাবদ্ধতা।

দুর্ভোগের শিকার পথচারীরা জানান, কক্সবাজারের প্রধান সড়ক, উপ-সড়ক ও নালা সংস্কারের কাজ একযোগে শুরু হয় ৩ বছর আগে। যার মধ্যে প্রধান সড়ক সংস্কারের কাজ করছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। প্রধান সড়কের কাজটি এখনও অসমাপ্ত রয়েছে ৭০ শতাংশের মত।

কক্সবাজার পৌরসভার অধীনে ২৯টি উপসড়কের কাজ ৮৫ শতাংশ শেষ হলেও এখনও সবকটি নালার পানি চলাচল উপযোগী হয়নি। এতে সামান্য বৃষ্টিতে পানিতে নিমজ্জিত হয়ে যাচ্ছে ব্যাপক এলাকা। ভরা বর্ষা মৌসুমে এ ভোগান্তি আরও তীব্র আকার ধারণ করার শঙ্কা করছেন এ অঞ্চলের সাধারণ মানুষ।

এ ব্যাপারে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেন, শহরের বেশির ভাগ এলাকায় রাস্তাঘাট ও ড্রেনের নির্মাণকাজ চলমান আছে। এ কারণে অনেক জায়গায় সাধারণ মানুষের দুর্ভোগ বেশি বেড়েছে। আগামী কয়েক মাস পর এমন দুর্ভোগ আর থাকবে না।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বেঁচে থাকার লড়াইয়ে স্ক্রিন প্রিন্ট ব্যবসা

সংবাদটি শেয়ার করুন