শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাঙ্কিপক্স : আখাউড়া স্থলবন্দরে স্বাস্থ্য পরীক্ষা জোরদার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে মাঙ্কিপক্স প্রতিরোধে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হয়েছে। আজ রবিবার সিভিল সার্জন ডা. একরামউল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের এক সভায় মাঙ্কিপক্স সম্পর্কে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে যেসব দেশে ইতোমধ্যে রোগটি ছড়িয়ে পড়েছে সেসব দেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে অতিরিক্ত সর্তকতা অবলম্বন করা হচ্ছে। চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় থেকে চিঠির মাধ্যমে এ রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, চিঠিতে বন্দরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম জোরদার করা করতে বলা হয়েছে। এছাড়াও সন্দেহজনক ও লক্ষণযুক্ত রোগীদের আইসোলেশন নিশ্চিত করে ঢাকায় তথ্য পাঠাতে বলা হয়েছে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করে বন্দরে আমাদের কার্যক্রম জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে তরুণদের শুভেচ্ছা বার্তা

সংবাদটি শেয়ার করুন