শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

অগুনে পুড়লো দিনমজুরের বসত ঘর

অগুনে পুড়লো দিনমজুরের বসত ঘর

বাগেরহাটের শরণখোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দিনমজুর পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার বাধাল গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ আগুনের লেলিহান শিখায় নতুন তোলা বসত ঘর ও মালামাল পুড়ে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

সংশ্লিষ্ট ইউপি সদস্য আছাদুজ্জামান স্বপন জানান, গত শুক্রবার দিবাগত মধ্যরাতে ঐ গ্রামের দিনমজুর মাছুম বিশ^াসের বসত ঘরে আগুন লেগে যায়। রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। যার কারণে খুব কম সময়ের মধ্যে ঘরটি সম্পূর্ন পুড়ে যায়। শরণখোলা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায় বলে জানান তিনি। শরণখোলা ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ ফিরোজ আলী জানান, আমরা রাত তিনটার দিকে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। তৎক্ষনে ঘর ও মালামাল অনেকটাই পুড়ে যায়। এলাকাবাসীর সহায়তায় আমরা আগুন সম্পূর্ন নিয়ন্ত্রন করি। তবে ঠিক সময়ে খবর পেলে হয়ত ক্ষয়ক্ষতি আরো কম হতে পারতো।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  পাহাড়ে বেড়েছে আনারস চাষ

সংবাদটি শেয়ার করুন