শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

জোঁকের উপদ্রব কমাতে উদ্যোগ

জোঁকের উপদ্রব কমাতে উদ্যোগ

জোকের উপদ্রবে নওগারঁ বদলগাছী উপজেলার শেরপুর গ্রামের কৃষকেরা বিপাকে পড়েছেন। এবারের ধান কাটার মৌসুমে প্রচুর বৃষ্টিপাতের কারণে ধান কাটার জমিতে পানি জমে আছে। আর সেই জমে থাকা পানিতে নতুন করে জোকের উপদ্রব বেড়েছে। সেখানে রয়েছে ধান কাটার শ্রমিক সংকট।

গত শুক্রবার এসিআই মটরস লিমিটেডের উদ্যোগে পরীক্ষামূলকভাবে শেরপুর গ্রামের আব্দুল লতিফ এর ১ বিঘা জমিতে স্প্রে করা হয়েছে জোক এর উপদ্রব কমানোর ঔষধ। কিছুক্ষণ পরেই সেই জমিতে ধান কাটতে শুরু করে এবং সুফলও পায় সেই কৃষক।

এ বিষয়ে আব্দুল লতিফ বলেন, আমার ধানের জমিতে প্রচুর পরিমান জোক দেখা দেওয়ায় শ্রমিকরা ধান কাটতে চায় না। এমতাবস্থা আমার পাশে এসিআই মটরস লিমিটেড এসে জোক নিধন করার ঔষধ প্রয়োগ করার ফলে আর জোক নেই। এরপরই ধান কাটতে শুরু করি।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ২০১১ সালের পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য সর্বোচ্চ

সংবাদটি শেয়ার করুন