শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে মৃত্যু ৩

দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে মৃত্যু ৩

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে বজ্রপাতে আব্দুল বারেক মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শশিভূষণ থানার জাহানপুর ইউনিয়নের সূর্য খালি নামক স্থানে বজ্রপাতে নিহতের ঘটনা ঘটে। নিহত কৃষকের বাড়ি জাহানপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডে। স্থানীয়রা জানায়, সকালে বৃষ্টির মধ্যে মাঠে গরু চরাতে গেলে বজ্রপাতে গুরুতর জখম হয়ে মাঠে লুটে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শশীভূষণ থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে আমাদের সরিষাবাড়ী প্রতিনিধি জানিয়েছেন, জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে ওসমান গণি (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চুনিয়াপোটল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক গণি চুনিয়াপোটল গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। নিহতের পরিবার সূত্র জানা যায়, বৃহস্পতিবার রাতে আবহাওয়া খারাপ হওয়ায় ওসমান গণি তার মামাতো ভাই মোতালেব মিয়াকে সঙ্গে নিয়ে বাড়ীর পাশের বিলে কাটা ধান গোছানোর কাজ করতে যান। এ সময় বৃষ্টিপাত শুরু হলে তারা পাশের সেচ ঘরে আশ্রয় নেয়। এসময় বিকট শব্দে বজ্রপাত হলে ওসমান গণি ও মোতালেব আহত হয়। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। অপর আহত আব্দুল মোতালেবকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

আমাদের সাপাহার প্রতিনিধি জানিয়েছেন, নওগাঁর সাপাহারে বজ্রপাতে সাজিদুল (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব কলমুডাঙ্গা গ্রামে। নিহত সাজিদুল উপজেলার পূর্ব কলমুডাঙ্গা গ্রামের দুরুল হুদার ছেলে। স্থানীয়রা জানান, গত  বৃহস্পতিবার রাত ৮টার দিকে প্রচন্ড বেগে ঝড় বৃষ্টি শুরু হয় সেই সঙ্গে বজ্রপাত। এসময় সাজিদুল বাড়ির পাশে অবস্থান করছিলো। এরই মাঝে হঠাৎ করে তার উপর বজ্রপাত হলে দেহ ঝলসে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ভেঙে ফেলা হবে নিউমার্কেটের ফুটওভার ব্রিজ, বসছে চলন্ত সিঁড়ি

সংবাদটি শেয়ার করুন