শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মেয়েরা শিক্ষিত হলেই দেশ উন্নত হবে’

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষাব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

আজ শুক্রবার পিরোজপুরে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ায় স্বরূপকাঠি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের পক্ষ থেকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

রেজাউল করিম বলেন, শিক্ষা ছাড়া একটি জাতির উন্নতি করা সম্ভব নয়। একটি দেশের মেয়েরা যত বেশি শিক্ষিত হবে সে দেশ তত উন্নত হবে। শেখ হাসিনার সরকার নারীবান্ধব সরকার। দেশের প্রতিটি সন্তান যাতে শিক্ষা গ্রহণ করতে পারে সে জন্য সরকার বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই বিতরণ করছে। উপবৃত্তি প্রদান করছে, শিক্ষকদের বেতন বৃদ্ধিসহ বর্তমান শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়নের পাশাপাশি দেশে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করছে।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ট্রাকচাপায় নানী-নাতি নিহত

সংবাদটি শেয়ার করুন