শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আগামী বছরের জুনের মধ্যে পদ্মা সেতুতে গাড়ি চলবে’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মা সেতুর চলমান নির্মাণ কাজ আগামী বছর জুনের মধ্যেই শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন-বিআরটিসির কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সভায় যুক্ত হন মন্ত্রী।

ওবায়দুল কাদের জানান, স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধির বিষয়ক কিছু বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, যা সত্য নয়।

পদ্মা সেতু নির্মাণের মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত বৃদ্ধির যে কথা বলা হয়েছে তা নির্মাণ প্রতিষ্ঠানগুলোর জন্য উল্লেখ করে সেতুমন্ত্রী জানান, যদি কোনো মেরামতের প্রয়োজনই হয় সেজন্য তাদেরকে ২০২৩ এর জুন পর্যন্ত সময় দেওয়া হবে। তিনি আরও বলেন, সেতুর সব ফিজিক্যাল ওয়ার্ক শেষ করার লক্ষ্য আগামী বছর ২০২২ এর জুন পর্যন্ত।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  শেষ হলো পদ্মা সেতুর পিলার বসানোর কাজ

সংবাদটি শেয়ার করুন