শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ঘর-বাড়ি

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ঘর-বাড়ি

নেত্রকোণায় আচমকা কয়েক মিনিটের স্থায়ী কালবৈশাখী ঝড়ে বড় বড় গাছপালাসহ ঘর-বাড়ি ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল মঙ্গলবার আনুমানিক সকাল ৬টার দিকে ঝড়ো হাওয়ায় জেলার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার পশ্চিমপাড়ার উপর দিয়ে বয়ে যায় এ ঘূর্ণিঝড়। এতে ১০ থেকে ১২টি কাচাঁ ঘর মাটিতে মিশে যায়। পাশাপাশি বড় বড় গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এ কয়েক মিনিট স্থায়ী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে কাঁচা ঘরবাড়ি, উড়ে গেছে ঘরের টিন, ভেঙে গেছে অর্ধশত বড় বড় গাছপালা। কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে অনেক আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন প্রজাতির গাছপালা ভেঙে মাটিতে মিশে গেছে। এ সময় ঘরের নিচে পড়ে আহত হয়েছেন বেশ কয়েক জন।

নেত্রকোণা সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহমুদা আক্তার সকালে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এমন সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবারও বিতরণ করেন।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  পদ্মা সেতুতে বাড়ছে না ব্যয়, দেরি করলে ঠিকাদারের জরিমানা

সংবাদটি শেয়ার করুন