বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

২ হাজার লিটার সয়াবিন মজুতে জরিমানা ৬০ হাজার

২ হাজার লিটার সয়াবিন মজুতে জরিমানা ৬০ হাজার

চুয়াডাঙ্গার দর্শনায় অবৈধ ভাবে ২ হাজার লিটার বোতলজাত সোয়াবিন তেল মজুদ করায় একটি প্রতিষ্ঠানকে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

উদ্ধারকৃত বোতলজাতকৃত তেল ভোক্তাদের মধ্যে ন্যায্য মূলে বিক্রি করা হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পুরাতল বাজারের মেসার্স মা এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পুরাতল বাজারের মা এন্টারপ্রাইজের গোডাউনে অবৈধভাবে ২ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল মজুদ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা তেল তাৎক্ষনিকভাবে জনসাধরণের মাঝে ন্যায্য মুল্যে বিক্রয় করা হয়।

অপরদিকে মেসার্স শাহ এন্টারপ্রাইজকে মেয়াদ উত্তীর্ণ পন্য ও মেয়াদ মুল্য লেখা বিহীন পণ্য বিক্রয়ের অপরাধে ১০ হাজার টাকাসহ দুটি প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  বিশ্বব্যাংক ৩৫ কোটি ডলার অনুদান দিচ্ছে

সংবাদটি শেয়ার করুন