শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গাইবান্ধায় ইপিজেড স্থাপনে সভা

গাইবান্ধায় ইপিজেড স্থাপনে সভা

ইপিজেড স্থাপন করার বিষয়ে গাইবান্ধায় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবিদের নিয়ে মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) আয়োজিত সভায় গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।

এতে বক্তব্য রাখেন বেপজা’র নিবার্হী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মো. জিয়াউর রহমান, বেপজা’র প্রকল্প পরিচালক আশরাফুল কবীর, প্রকৌশলী মো. ফারুক আহম্মেদ, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সাঁওতালদের পক্ষে উপস্থিত ছিলেন ফিলিমন বাস্কে ,প্রিসিলা মুর্মু ,রবীন্দ্র সরেনসহ অন্যান্য সাঁওতাল নেতৃবৃন্দ।

সভা চলাকালীন সময়ে গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যার বিচার ও সাঁওতালদের জমিতে ইপিজেড করার সিদ্ধান্ত বন্ধের দাবি জানিয়ে, জেলা প্রশাসকের অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির শ শ নারী পুরুষ।

আরও পড়ুনঃ  রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় ১৬ বছরের শিক্ষার্থী কারাগারে

সংবাদটি শেয়ার করুন