শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সুজানগরে বিশুদ্ধ পানির সংকট

সুজানগরে পানির সংকট
  • নিচে নেমেছে ভূগর্ভস্থ পানির স্তর
  • বন্ধ ১০ হাজার গভীর নলকূপ

পাবনার সুজানগরে ভূগর্ভস্থ পানির স্তর একদম নিচে নেমে গেছে। ইতিমধ্যে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় উপজেলায় ১০ হাজারেরও বেশি টিউবওয়েল বন্ধ হয়ে গেছে। এতে উপজেলার সর্বত্র পানীয়জলের সংকট দেখা দিয়েছে। 

সুজানগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানায়, সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের বাসাবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে ৫০ থেকে ৬০ হাজার হস্তচালিত টিউবওয়েল রয়েছে। চলতি মৌসুমে প্রচণ্ড খরা এবং দীর্ঘ অনাবৃষ্টির কারণে ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক নিচে নেমে গেছে। এতে ওই সব টিউবওয়েলের মধ্যে ১০ হাজারেরও বেশি টিউবওয়েল বন্ধ হয়ে গেছে।

সুজানগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুভাষ চন্দ্র কুন্ডু বলেন, প্রায় দুই মাস আগে আমার টিউবওয়েল বন্ধ হয়ে গেছে। তীব্র পানি সংকটে ভোগার এক পর্যায়ে গত সপ্তাহে সাবমারসিবল বসাতে বাধ্য হয়েছি।   

জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন ফালগুন ও চৈত্র মাসে ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক নিচে নেমে যায়। এতে গভীর এবং অগভীর টিউবওয়েল ছাড়া হস্তচালিত সাধারণ টিউবওয়েল বন্ধ হয়ে যায়। তবে ভারী বৃষ্টি হলে ঐসব বন্ধ টিউবওয়েল আবার সচল হয়ে যাবে।

আরও পড়ুনঃ  একদিনে মৃত্যু ৩৫, শনাক্ত ১৯৫০ জন

সংবাদটি শেয়ার করুন