শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

অসহায় পরিবারকে ঘর দিলো পুলিশ

অসহায় পরিবারকে ঘর দিলো পুলিশ

সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইল পূর্বপাড়ার অসহায় ইকবাল-শিমা দম্পতি পেলেন পুলিশের ঘর। গতকাল রবিবার সকালে পুলিশের আইজিপি বেনজীর আহমেদের উদ্যোগে দেওয়া নতুন ঘরের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান এ দম্পতিকে নতুন ঘরের চাবি তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাসাইল থানার পুলিশ পরিদর্শক নাসিম, মাহবুব, সাংবাদিক ও এলাকার সাধারণ মানুষ।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত শিমা আক্তার বলেন, স্বামী অসুস্থ হওয়ার পর থেকে খুব কষ্টে জীবনযাপন করছি। তবে পেটের কষ্টের চেয়ে ঘরের কষ্ট ছিল অনেক বড়! কারণ ঝড়বৃষ্টিতে স্বামী-সন্তান নিয়ে অনেক কষ্ট করতে হচ্ছিল। পুলিশ আমাদের জন্য যা করল সেটি কোনো দিন ভোলার নয়। একসময় এলাকায় পুলিশ এলে খুব ভয় লাগত। ভয়ে ঘর থেকে বের হতাম না। আজ সেই পুলিশই আমাদের ঘর করে দিল। আমার পরিবারকে চির ঋণী করে দিলেন পুলিশ সদস্যরা। আল্লাহ তাদের মঙ্গল করুন। বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করতে গিয়ে অসহায় এই পরিবারটির খোঁজ পাওয়া যায়। পরে আইজিপি স্যারের নির্দেশে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে প্রতিটি উপজেলায় হতদরিদ্র মানুষের জন্য একটি করে নতুন ঘরের তালিকায় বাসাইল  থেকে শিমা আক্তারের নাম পাঠানো হয়। পরে পুলিশ সুপার স্যারের নিদের্শে রবিবার নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়। হতদরিদ্র ওই পরিবারটি খুব খুশি হয়েছে। বাংলাদেশ পুলিশ সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  নারীরা এগিয়ে এলে দুর্নীতি কমবে : প্রধানমন্ত্রী

সংবাদটি শেয়ার করুন