শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিনামূল্যে সার-বীজ পেলেন ১৮শ কৃষক

বিনামূল্যে সার-বীজ পেলেন ১৮শ কৃষক

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৮ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার উপজেলা পরিষদ হলরুমের সামনে এ উপকরণ বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি আশরাফুল হকের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, পৌর মেয়র আব্দুল মালেক ও কৃষি অফিসার জাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার জোনায়েদ হোসেন। অনুষ্ঠান শেষে একটি পৌরসভা ও ১৬ ইউপির ১ হাজার ৮ শত জন কৃষকের মধ্যে প্রতি জনকে ৫ কেজি করে ধানবীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  গ্রামীণ জনপদের উন্নয়নে এলজিএসপি

সংবাদটি শেয়ার করুন