শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

অষ্টমী স্নানোৎসব সম্পন্ন

অষ্টমী স্নানোৎসব সম্পন্ন

জামালপুরে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র অষ্টমী স্নানোৎসব সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত শহরের পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমী স্নানোৎসবে অংশ নেয় হিন্দু ধর্মাবলম্বীরা। পাপ থেকে মুক্তি ও পূণ্য লাভের আশায় হাজার হাজার হিন্দু নারী-পুরুষ ধর্মীয় রীতি মেনে স্নান ও উপাসনা করেন।

স্নানোৎসবে জামালপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, শেরপুরসহ বিভিন্ন জেলার পূণ্যার্থীরা জমায়েত হয়েছিল ব্রহ্মপুত্র নদের তীরে। পুরাতন ব্রহ্মপুত্রে স্নান দিয়ে এসে ভক্তরা শহরের ‘দয়ময়ী’ মন্দিরে পূজা ও পাঠা (ছাগল)  বলি দান করে।

এছাড়াও অষ্টমী স্নান উপলক্ষে প্রতি বছরের মত এবারও শহরের দয়াময়ী মোড় এলাকায় রাস্তার পাশের্^ বসেছে তিন দিনব্যাপী অষ্টমী মেলা।

অষ্টমী স্নান ও মেলা কমিটির সভাপতি প্রদীপ কুমার সোম বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান পালন করেন। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ট্রেনে খাবারের দাম বেশি নিলেই বাতিল হবে লাইসেন্স

সংবাদটি শেয়ার করুন