শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিনামূল্যে বীজ-সার পেলো ৩২০ চাষি

বিনামূল্যে বীজ-সার পেলো ৩২০ চাষি

নীলফামারীতে ২০২১-২২ অর্থবছরে খরিপ-১/২০২২-২০২৩ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধান ফসলের জন্য বৃহস্পতিবার (৭এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অফিস হলরুমে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।  নীলফামারী সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কামরুল হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, সাংবাদিক এসএপ্রিন্স।

উল্লেখ্য, প্রণোদনার আওতায় নীলফামারীর ৯টি ইউনিয়নের ৩২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি করে ধান বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  আধুনিকায়নে শুঁটকিখাত

সংবাদটি শেয়ার করুন