শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিনামূল্যে সার-বীজ পেলেন চাষিরা

বিনামূল্যে সার-বীজ পেলেন চাষিরা

নড়াইলের কালিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নির্বাচিত ক্ষুদ্র, প্রান্তিক/মাঝারি কৃষক/কৃষাণিদের মাঝে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এ সময় আরো বক্তব্য রাখেন কালিয়া উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, উপজেলা নির্বাহি কর্মকর্তা আরিফুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা সুবীর বিশ^াস প্রমুখ। কালিয়া উপজেলায় ১৫শ’ জন কৃষকের মাঝে প্রতিজনকে ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার এবং এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তাগনসহ উপকারভোগি কৃষকগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  কৈলাসে ফিরলেন দুর্গা

সংবাদটি শেয়ার করুন