শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে নীলফামারীতে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস। সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য-এ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে একটি বর্নাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে বক্তৃতা করেন, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, পুলিশ সুপার মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজহারুল ইসলাম, পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, বিএমএর সভাপতি ডা: মজিবুল হাসান চৌধুরী শাহীন ও সাধারণ সম্পাদক ডা: দিলীপ কুমার রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: আব্দুল্লাহ আল মামুন। পরে তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস চত্বরে ৬টি হেলথ ক্যাম্প স্টল পরিদর্শন করেন।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বাড়ছে হৃদরোগ, ক্যান্সার

সংবাদটি শেয়ার করুন