শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

শরণখোলায় ফের হরিণের চামড়া উদ্ধার

শরণখোলায় ফের হরিণের চামড়া উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় পূর্ব সুন্দরবনের বনরক্ষীরা আবারও একটি হরিণের চামড়া উদ্ধার করেছে। গত মঙ্গলবার সন্ধায় উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের আব্দুল হকের বাড়ির বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় চামড়াটি উদ্ধার করা হয়। এর আগে একই গ্রামের সুমন মুন্সির বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় আরো দুটি হরিণের চামড়া উদ্ধার হয়েছিল।

শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, সোনাতলা গ্রামের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেনের দেয়া খবরের ভিত্তিতে ভোলা ক্যাম্পের বনরক্ষীরা ঐ গ্রামের আব্দুল হকের বাড়ির বাগানে ব্যাগে মোড়ানো হরিনের চামরাটি উদ্ধার করেন। বাড়ির মালিক এ সময় বাড়িতে ছিলেন না। তিনি অসুস্থ্য অবস্থায় খুলনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে বিভাগীয় ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ঘাটের ভোগান্তি এখন গোয়ালন্দ মোড়ে

সংবাদটি শেয়ার করুন