শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

জেলা প্রশাসন-পানি উন্নয়ন বোর্ডকে দায়ি করলেন কৃষকরা

জেলা প্রশাসন-পানি উন্নয়ন বোর্ডকে দায়ি করলেন কৃষকরা
  • হাওরে ফসলহানি
  • হাওর ডুবির প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ

সুনামগঞ্জে একের পর এক হাওর ডুবির ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় কৃষক সংগঠন হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখা। গতকাল বুধবার সকালে শহরের ট্রাফিক পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ মিলিত হন আন্দোলনকারীরা।

এসময় বিক্ষুব্ধ জনতা হাওর ডুবির ঘটনায় বাঁধ তদারকিতে থাকা জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্টদের দায়ি করে বলেন, নির্দিষ্ট সময়ে বাঁধে কাজ না করে বাঁধ নির্মাণ, অনিয়ম দুর্নীতির কারনে পাহাড়ি ঢলের চাপে দুর্বল বাঁধ ভেঙ্গে ফসল তলিয়ে যায়। বাঁধের কাজে গাফিলতি ও অনিয়মকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। পরে হাওর ডুবির ঘটনায় প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়,  সহ সভাপতি সুখেন্দু সেন, চিত্তরঞ্জন তালুকদার,  অলিউর রহমান বকুল প্রমুখ।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  সাত দিনের শিশুর প্রাণ গেল করোনায়

সংবাদটি শেয়ার করুন