শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের পরিস্থিতি শ্রীলংকার মতো হওয়ার আশঙ্কা নেই

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) মন্তব্য করেছে, বাংলাদেশের পরিস্থিতি শ্রীলংকার মতো হওয়ার আশঙ্কা নেই। এদেশে সংস্থার কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং মন্তব্য করেন, বিদেশি ঋণ ব্যবস্থাপনায় বাংলাদেশের অবস্থান অনেক ভালো। শ্রীলংকার সেখানে বড় দুর্বলতা ছিল। এছাড়া যুদ্ধের পর শ্রীলংকার অথৃনৈতিক পরিস্থিতি ভালো খারাপের মধ্য দিয়ে যাচ্ছিল। কোভিড-১৯ পরিস্থিতি যা আরও নাজুক করেছে।

অন্যদিকে ধারবাহিকভাবে ভালো করেছে বাংলাদেশের অর্থনীতি। করোনা থেকেও দ্রুত পুনরুদ্ধারের পথে রয়েছে বাংলাদেশ। করোনা মহামারির ধকল কাটিয়ে উচ্চ প্রবৃদ্ধিও বিচারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান অনেক ভালো।

আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব যুক্তি তুলে ধরেন এডিবির বাংলাদেশ প্রধান।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  পানি ব্যবস্থাপনা ও কৃষকের আয় বৃদ্ধিতে ১৩৫৩ কোটি টাকা দেবে এডিবি

সংবাদটি শেয়ার করুন