রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

পাহাড়ে বৌদ্ধ ভিক্ষুদের বিক্ষোভ

পাহাড়ে বৌদ্ধ ভিক্ষুদের বিক্ষোভ

শ্বেত পাথরের বুদ্ধমুর্তি হস্তান্তরের দাবিতে

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ২নং বাটনাতলী ইউনিয়ন ডাইনছড়ি পশ্চিমপাড়া (লালটিলা) গত ২১ মার্চ নূর আলমের বাড়ি থেকে উদ্ধারকৃত শ্বেত পাথরের বুদ্ধমুর্তি মানিকছড়ি ভিক্ষু সংঘ নিকট হস্তান্তর ও নূর আলমকে গ্রেফতার করে শাস্তি প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ করেছে মানিকছড়ি ভিক্ষু সংঘ, সাসনা রক্ষিত ভিক্ষু সংঘসহ বিভিন্ন বুদ্ধ ভিক্ষু সংগঠন ও সামাজিক সংগঠন। গতকাল রবিবার সকালে খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার এলাকায় খাগড়াছড়ি সদর ও মানিকছড়ি উপজেলাসহ বিভিন্ন উপজেলার বৌদ্ধ ভিক্ষু ও ভক্তরা গাড়িতে করে এসে জরো হয়। চেঙ্গি স্কয়ার এলাকা থেকে বিক্ষোভ মিছিল করে আদালত চত্বরে এসে শেষ হয়। খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের একাংশ অবরোধ করে সড়কে উপর বিক্ষোভ সমাবেশ করে। এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ব্যক্তরা বলেন, আমরা বৌদ্ধ ভিক্ষুরা শান্তি প্রিয়। বৌদ্ধরা কোনো দিন সম্প্রাদায়িক দাঙ্গা করেনি। আজ আমাদের বৌদ্ধ সম্প্রায়ের মানুষদের নির্যাতন করছে। আমরা যাকে পূজা করছি যাকে নিয়ে আমরা শ্রদ্ধা করি ও ভক্তি করি আমাদের বুদ্ধকে নিয়ে তারা চিনিমিনি করছে। মানিকছড়ি ভিক্ষু সংঘ পাঁচটি দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ বুদ্ধ শাসন কল্যাণ ভিক্ষু পরিষদের সদস্য ভদন্ত মন্দপাল, ওয়েল ফেয়ার সোশিয়েশন অব বাংলাদেশ চাইহলাপ্রু মারমাসহ বিভিন্ন বৌদ্ধ ধর্মের সংগঠনের ভিক্ষুরা।   

এ বিষয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ বলেন, যার বিরুদ্ধে অভিযোগটা এসেছে নুরু আলম তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা করা হয়েছে। বৌদ্ধ ভিক্ষুরা নির্জনে থাকেন। তাঁরা সম্মানিত মানুষ। তারা রাস্তায় আসুন এটাও আমরা চাইনা।  তিনি বলেন, ওরা আমাদের মানিকছড়ি উপজেলার ওসির বিরুদ্ধে অভিযোগ করছেন। ওঠার আলোকে সিনিয়র অফিসারকে এটা অনুসন্ধান করার জন্য নিয়োগ দিয়েছি। আগামী তিন কার্যদিবসের মধ্যেই ওসির যে কাজটি করেছে এটা আইনআনুগ হয়েছে কী পর্যবেক্ষণ করার জন্য এটা যাচাই-বাছাই করে একটা প্রতিবেদন আমার কাছে দেওয়ার জন্য ওভাবে নিয়োগ দিয়েছি। 

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  লালপুরে উৎসব মূখর পরিবেশে ঈশ্বরদী ইউপি আওয়ামীলীগের সম্মেলন

সংবাদটি শেয়ার করুন