‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫ টায় রাণীনগর থানা পুলিশের আয়োজনে উপজেলার ত্রিমোহনী উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে এ ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া (বিপিএম)। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রকিবুল হাসান ইবনে রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রাণীনগর-আত্রাই উপজেলায় দায়িত্বরত ডিআইও নন্দিতা সরকার, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মখলেছুর রহমান বাবু। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্যগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।