রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

উৎসবের আমেজে চাপাতা চয়ন

উৎসবের আমেজে চাপাতা চয়ন
  • উৎপাদনের লক্ষমাত্রা ৮ লাখ কেজি

মৌলভীবাজারের কমলগঞ্জে দলই চা বাগানে চা পাতা চয়ন শুরু হয়েছে। এ মৌসুমে ৮ লাখ কেজি চা উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করেছে বাগান কতৃপক্ষ। গত সোমবার থেকে শ্রমিকরা অ চা পাতা চয়ন শুরু করেছেন। চা বাগানের ১৯ নম্বর সেকশনে পাতা চয়নের উদ্বোধন করেন সিলেট টি কোম্পানী লিমিটেডের দলই চা বাগানের ব্যবস্থাপক আসগর আলী।

এর আগে সকাল ৮টায় সিলেট টি কোম্পানী লিমিটেডের অধীনস্থ দলই চা বাগানের ১৯ নম্বর সেকশনে বাগান কর্তৃপক্ষ, চা শ্রমিক ও পঞ্চায়েত নেতাদের উপস্থিতিতে শ্রমিকরা কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল, গীতাপাঠসহ আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এরপর গত বছরে যারা সবচেয়ে বেশি দায়িত্বের সাথে পাতা তোলার কাজ করেছে তাদের পুরস্কৃত করা হয়। পরে চা পাতা চয়নের মাধ্যমে মৌসুমের প্রথম চা পাতা উত্তোলন শুরু করেন নারী শ্রমিকরা।

সাধারণত ডিসেম্বরে মৌসুমের শেষে চা গাছ ছাটাই বা কলম এর পর নিয়মানুযায়ী দু’তিন মাস চা বাগানে চা পাতা উৎপাদন বন্ধ থাকে। এতে চা কারখানাও অলস থাকতে হয়। সেচ সুবিধা ও বৃষ্টিপাতের কারণে নতুন কুঁড়ি গজানোর পর আনুষ্ঠানিকভাবে চা পাতা চয়নের মাধ্যমে শুরু হয় চায়ের উৎপাদন। চলতি বছরও এর কোনো ব্যতিক্রম ঘটেনি। মো. আসগর আলী জানান, চলতি বছর দলই চা বাগানে চা উৎপাদরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ লাখ কেজি।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ   ২৫ হাজার টাকায় বিক্রি হলো এক পাঙ্গাস

সংবাদটি শেয়ার করুন