শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

৭ মার্চের ভাষণ জাতিসংঘের দাপ্তরিক ভাষায় অনূদিত হয়েছে

সাতই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ জাতিসংঘের দাপ্তরিক ভাষায় অনূদিত হয়েছে। এছাড়াও অন্যান্য ভাষায় অনুবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবুল কালাম আব্দুল মোমেন এমপি।

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সোমবার (৭ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, একযোগে বাংলাদেশের ৮১টি মিশনে এই ভাষণ প্রচারসহ বিশ্বের মানুষের কাছে পৌঁছানোর উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সাতই মার্চের ভাষণ শুধু বাংলা ভাষাভাষী নয়, বিশ্বের অন্যান্য শোষিত নিপীড়িত মানুষের মুক্তির উদ্দীপনা সৃষ্টিকারী বক্তৃতা। সব সময়ই এই অলিখিত ভাষণ মানুষকে অনুপ্রেরণা যোগাবে, মুক্তির আকাক্সক্ষী মানুষকে।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  ‘গাঁজা’ নিয়ে জাতিসংঘে ভোটাভুটি

সংবাদটি শেয়ার করুন