বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

‘দেশের স্বার্থে ইউক্রেন-রাশিয়া ইস্যুতে ভোট দিইনি’

জাতিসংঘে ইউক্রেন-রাশিয়া ইস্যুতে বাংলাদেশের ভোট না দেওয়ার ব্যাপারে পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান জানান, ‌মূলত দেশের স্বার্থে আমরা ভোট দিইনি। শুধু আমরা একা নই, আরও অনেক রাষ্ট্র আমাদের সঙ্গে একই অবস্থানে গিয়ে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে।

আজ শনিবার সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজলার মিনা বাজারে ৯ কোটি ৯৯ লাখ টাকার অভ্যন্তরীণ রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

গত বুধবার ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর প্রতিবাদে জাতিসংঘ সাধারণ পরিষদ জরুরি অধিবেশন ডাকে। সেখানে সংখ্যাগরিষ্ঠ দেশের সমর্থনে রুশ হামলা বন্ধে প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ।

এ ব্যাপারে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ জাতিসংঘের সদস্য, কর্মচারী না। ভোট দেওয়া না দেওয়ার হিসেব আমরা দেশের স্বার্থ চিন্তা করে করবো।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধ পছন্দ করেন না। আমরা রাশিয়া-ইউক্রেনের কাছে আবেদন করেছি, আপনারা শান্তিপ্রিয় অবস্থানে গিয়ে সমঝোতা করুন। বাংলাদেশ যতটুকু পারে সাহায্য করবে।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ‘শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশকে মেলাবেন না’

সংবাদটি শেয়ার করুন