রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

না ফেরার দেশে চলে গেলেন বিএসটিআই-এর মহাপরিচালক

না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ট এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সাবেক মহাপরিচালক ড. আজিজুর রহমান। শনিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। মরহুম আজিজ বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী নাজিউর রহমান মঞ্জুর বড় ভাই। তিনি যুক্তরাজ্যের লীডস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ ডি এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ব্যবস্থাপনায় ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশে পাটের পাল্প এর আবিস্কারক জনাব আজিজ কর্ণফুলি পেপার মিল সহ কয়েকটি মিলের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

মরহুম আজিজ বিসিএসআইআর গবেষণা কর্মকর্তা হিসেব চাকুরী জীবন শুরু করেন। উত্তরা ৬ নং সেক্টরে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠানের পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।  

আনন্দবাজার/এম.আর

আরও পড়ুনঃ  ‘লক্ষ্মী’ রুপের অলংকার

সংবাদটি শেয়ার করুন