প্রবাসীরা নতুন অর্থবছরের প্রথম সাতমাসে ৬৩৪ কোটি ৫৮ লাখ ডলার সমপরিমাণ রেমিট্যান্স বাংলাদেশে পাঠিয়েছে। ৮৫ টাকা করে প্রতি ডলার ধরলে এই রেমিট্যান্স এর পরিমান দাঁড়ায় ৫৪ হাজার কোটি টাকা।
রেমিট্যান্সে নগদ প্রণোদনা দেয়ার ফলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রবাসীরা এই টাকা পাঠিয়েছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো দেশের সবচেয়ে বড় শ্রমবাজার। মূলত সরকারের রেমিট্যান্সে নগদ প্রণোদনাসহ নানা উদ্যোগের কারণেই প্রবাসীরা ৬৩৪ কোটি ৫৮ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছে।
ব্যাংকিং চ্যানেলে দেশে অর্থ পাঠানোর পরিমাণ বাড়িয়েছে প্রবাসী বাংলাদেশিরা কারণ ডলারের বিপরীতে বেশি টাকা বেশি পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে ১ হাজার ১০৪ কোটি ৬৫ লাখ ডলার সমপরিমাণ ডলার পেয়েছে। যা ৫৭ দশমিক ৪৫ শতাংশ মোট আহরণের। এছাড়া বিশ্বের অন্যান্য দেশগুলো থেকে রেমিট্যান্স এসেছে ৪৭০ কোটি ৬ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্যনুযায়ী, সাতমাসে সৌদি আরব থেকে প্রবাসী আয় পাঠানোর রেমিট্যান্স এসেছে। তারা ২২৭ কোটি ৫৭ লাখ ডলার পাঠিয়েছে। আহরিত মোট রেমিট্যান্সের ২০ দশমকি ৬০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, রেমিট্যান্স পাঠানোয় শীর্ষ ১০ দেশের মধ্যে অন্য দেশগুলো হচ্ছে আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কুয়েত, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ওমান, কাতার, ইতালি ও সিঙ্গাপুর।
আনন্দবাজার/এস.কে